Pages

ইসলামিক বইয়ের তালিকা

Thursday, May 28, 2020

আবুল হাসান আলী নাদভী


◾  আমার আম্মা
◾  আরব জাতি ইসলামের পূর্বে ও পরে
◾  আল্লাহর পথের ঠিকানা
◾  ইসলাম ধর্ম, সমাজ, সংস্কৃতি
◾  ঈমান যখন জাগলো
◾  ঈমানের দাবী
◾  কাবুল থেকে আম্মান
◾  জীবন পথের পাথেয়
◾  তাজা ঈমানের ডাক
◾  তারুণ্যের প্রতি হৃদয়ের তপ্ত আহবান
◾  ধর্ম ও কৃষ্টি
◾  নতুন তুফান ও তার প্রতিরোধ
◾  নতুন দাওয়াত নতুন পয়গাম
◾  নবীয়ে রহমত
◾  নয়া খুন
◾  প্রাচ্যের উপহার
◾  বিধ্বস্ত মানবতা
◾  ভারতবর্ষে মুসলমানদের অবদান
◾  মধ্যপ্রাচ্যের ডায়েরী
◾  মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো
◾  মুসলিম বিশ্বে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব
◾  রিসালাতে মুহাম্মদী ও বর্তমান পশ্চিমা বিশ্ব
◾  সংগ্রামী সাধকদের ইতিহাস
◾  সাত যুবকের গল্প
◾  হজরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রহঃ
◾  হযরত আলী রা. জীবন ও খেলাফত


আশরাফ আলী থানবী


◾  আদাবুল মুআশারাতঃ ইসলামের সামজিক বিধান
◾  আশরাফুল জওয়াব
◾  ইছলাহুন নিসওয়ানঃ মাতৃ জাতির সংশোধন
◾  ইছলাহুন মুসলিমীন
◾  কর্মের ফলাফল
◾  কুসংস্কার সংশোধন
◾  খুতবাতুল আহকাম
◾  তকদীর কি
◾  তরবিয়তে আওলাদ
◾  নেক আমল
◾  পারিবারিক জীবন
◾  বেহশতী গাওহার
◾  বেহেশতী জেওর
◾  মাতৃ জাতির সংশোধন
◾  মারেফাতের মর্মকথা
◾  মিরাজ ও বিজ্ঞান
◾  মুমিন ও মুনাফিক
◾  মুসলমানের হাসি
◾  মুসলিম বর কণে
◾  যে ফুলের খুশবতে সারা জাহান মাতোয়ারা
◾  শওকে ওয়াতানঃ মৃত্যু, মোমেনের শাস্তি
◾  শরীয়তের দৃষ্টিতে পর্দার হুকুম
◾  সহজ জামালুল কুরআন
◾  হুকুকুল ইসলাম ও হুকুকুল ওয়ালিদাইন

এর তাৎপর্য ও ফযীলত بسم الله الرحمن الرحيم

Wednesday, September 24, 2014




                     بسم الله الرحمن الرحيم   কুরআন শরীফের সূরা নমলের ৩০ নং আয়াতের অংশ। সূরা তওবা ব্যতীত প্রত্যেক সূরার প্রথমে بسم الله الرحمن الرحيم   লেখা হয়। بسم الله  কে কুরআনুল কারীমের অন্যান্য আয়াতের মত সম্মান করা ওয়াজিব এবং তা অপবিত্র অবস্থায় স্পর্শ করাও জায়েয নেই। এমনকি অপবিত্র অবস্থায় তেলাওয়াতরূপে পড়াও জায়েয নেই। তবে যেহেতু এটি একটি দোআও বটে সেজন্য দোআ স্বরূপ সর্ব অবস্থায় পড়া জায়েয। কুরআন শরীফ তেলাওয়াতসহ প্রত্যেক কাজ আল্লাহর নামে অর্থাৎ بسم الله  দ্বারা আরম্ভ করা উচিৎ। কারণ জাহেলী যুগে লোকেরা তাদের দেব-দেবীর নাম নিয়ে সব কাজ শুরু করত। এ প্রথা রহিত করার জন্য হযরত জিবরাঈল আঃ পবিত্র কুরআনে সর্ব প্রথম আয়াত নিয়ে এসেছিলেন। তাতে আল্লাহর নামে কুরআন পড়ার শুরুতে بسم الله  দ্বারা আরম্ভ করার আদেশ দেওয়া হয়েছে। যেমন اقرأ باسم ربك الذي خلق  অর্থাৎ- পাঠ করুন আপনার পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। 

               কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, প্রথমে প্রত্যেক কাজ باسمك اللّهم বলে আরম্ভ করতেন এবং কোন কিছু লেখাতে হলেও প্রথমে ঐ বাক্য লেখাতেন। কিন্তু যখন بسم الله  অবতীর্ণ হলো তখন থেকে সর্বকালের জন্য بسم الله  বলে সব কাজ আরম্ভ করার নিয়ম প্রবর্তিত হয় (কুরতুবী, রূহুল মা’আনী)। 

            কুরআন শরীফে বিভিন্ন স্থানে بسم الله  বলে প্রত্যেক কাজ আরম্ভ করার উল্লেখ রয়েছে। যেমন পড়ার ক্ষেত্রে اقرا باسم ربك الذي خلق  , যানবাহনে আরোহণের ক্ষেত্রে بسم الله مجريها ومرساهاان ربي لغفور الرحيم,পশু পাখি জবেহ করার ক্ষেত্রেولا تأكلوا مما لم يذكراسم الله عليه  , পত্র লেখা, দূত প্রেরণ ও কোন পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে انه من سليمان وانه بسم الله الرحمن الرحيم  । যে কাজ بسم الله الرحمن الرحيم  ব্যতীত আরম্ভ করা হয় সে কাজে কোন বরকত থাকে না।  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
كل امر ذي بال لم يبدأ بسم الله فهو اقطع واجزم
অর্থাৎ- প্রত্যেক মর্যাদা পূর্ণ কাজ যা আল্লাহর নাম ব্যতীত আরম্ভ করা হয় তা অসম্পূর্ণ ও বিকল হয়ে থাকে। 

     এ ছাড়া বিভিন্ন হাদীসে ঘরের দরজা বন্ধ করতে, আলো নিভাতে, এমনকি কোন খোলা পাত্র ঢেকে রাখার ক্ষেত্রে, কোন কিছু খেতে, পানি পান করতে, আরোহণ, অবতরণ করতেও بسم الله  পড়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রতিটি কাজকে বরকতময় করার জন্য بسم الله  পড়া আল্লাহর অনুগ্রহ লাভ করার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। 

ب  (বা) হরফের তাৎপর্য
    আল্লাহ রাব্বুল আলামীন কেন ب হরফ দ্বারা কালামে পাক শুরু করলেন তার কয়েকটি কারণ রয়েছে, তন্মধ্যে একটি কারণ বর্ণনা করা হলো, আলমে আরওয়াহে আল্লাহ তাআলা সমস্ত রূহকে জমা করে বলেছিলেন الست بربكم  আমি কি তোমাদের প্রভূ নই? তখন আমরা সকলে এক সাথে সমস্বরে بلي  বলেছিলাম। তাই তিনি সেই অঙ্গীকার পুরা করার জন্য বলেন, اوفوا بعهدي তোমরাপূর্ণ কর তোমাদের দেওয়া রূহ জগতের অঙ্গীকার।(الكريم اذا وعد وفي)


بسم الله  এর উপকারিতা ও ফযীলত

  بسم الله    পড়ার বহুবিধ উপকারিতা রয়েছে। তন্মধ্যে অন্যতম কিছু উপকার তুলে ধরা হল।

ক. শয়তানের ধোঁকা থেকে নিরাপদে থাকার লক্ষ্যেبسم الله  এর বরকত  অনুগ্রহ ও আশ্রয়ের আধার। 
খ. بسم الله   দ্বারা কোন কাজ আরম্ভ করলে কাজটি ত্রুটি মুক্ত ও কল্যাণময় কাজে পরিণত হয়।
গ. بسم الله  ইহকালে নিয়মিত আমল করার দ্বারা পরকালে মাওলার সন্তুষ্টি অর্জন ও নাজাতের উসিলা হয়।

       হাদীসে বর্ণিত হয়েছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহীম পাঠ করে আল্লাহ তাআলা তার আমল নামায় দশ হাজার নেকী লেখেন। দশ হাজার গুনাহ মুছে দেন। দশ হাজার মর্তবা তার জন্য বুলন্দ করে দেন।   
             অন্য হাদীসে বর্ণিত হয়েছে, যে একবার বিসমিল্লাহির রহমানির রহীম পাঠ করবে তার কোন গুনাহ থাকবে না। 

            অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে, যখন বান্দা বিসমিল্লাহির রহমানির রহীম পাঠ করে তখন শয়তান এমন ভাবে গলে যায় যেমন শিশা আগুনের মধ্যে গলে যায়। 

           হযরত আনাস ইবনে মালেক রা. হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আদম সন্তান যখন পায়খানা-প্রস্রাব কিংবা স্ত্রী সহবাসের উদ্দেশ্যে শরীরের গুপ্তাঙ্গ অনাবৃত করে তখন জ্বিন শয়তান তাদের কাজে প্রতিবন্ধক সৃষ্টি করে এবং তাদেরকে জ্বালাতন করে। কিন্তু بسم الله পড়ে অনাবৃত হলে স্ত্রী হোক কিংবা স্বামী হোক তাদের এবং শয়তানের মাঝে পর্দা পড়ে যায়। তখন শয়তান আর দেখতে পায় না। بسم الله শরীফের এই মহত্ব এতই বেশি যা লিখে শেষ করা সম্ভব নয়। 

এক বেদুঈনের কাহিনী 
আসরারুর ফাতেহা নামক কিতাবে আছে। একদা এক বেদুঈন হযরত নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সমীপে হাজির হয়ে আরজ করল। ইয়া রাসূলাল্লাহ! আমি একজন মস্ত বড় পাপী, জঘন্য গুনাহগার। দয়া করে আল্লাহর দরবারে আমার গুনাহ মাফের জন্য দোআ করুন। তার এই আবেদনের উত্তরে নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি بسم الله الرحمن الرحيم পড়তে থাক। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দয়ালু। তিনি তোমার গুনাহ মাফ করে দিবেন। বেদুঈন আরজ করল, ইয়া রাসূলাল্লাহ! মাত্র এতটুকু? তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে কোন মুসলমান  পূর্ণ একীনের সহিত بسم الله পাঠ করবে আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে তাকে দোযখের আযাব থেকে মুক্তি দান করবেন। জনৈক কবি বলেন 
تسميه را ورد جان بايد مدام – أتش دوزخ كند برخود حرام
অর্থঃ- যে ব্যক্তি بسم الله শরীফকে নিজে সারা জীবনের জন্য অযিফা বনায় সে নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নেয়। 
প্রতি দানে বেহেশতের বালাখানা 
      আসরারুল আবরার কিতাবে হযরত উমর ফারুক রা. এর পুত্র হযরত আব্দুল্লাহ রা. হতে বর্ণিত হয়েছে। নব  কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বেহেশতে জাবালে রহমত নামে একটি পাহাড় আছে। সেই পহাড় শৃঙ্গে  একটি বিরাট সুরম্য নগরী, তার নাম বায়তুস সালাম। সেই নগরীতে নির্মিত হয়েছে এক মনোরম বালাখানা যার নাম কাসরুস্ সূরুর বা প্রমোদ ভবন। সেই বালাখানায় একটি কামরা আছে। কামরাটির নাম বায়তুল জাবাল। যারা নিয়মিত بسم الله শরীফ পাঠ করে তাদেরকে ঐ বালাখানা দান করা হবে। সেখান হতে বিনা পর্দায় আল্লাহ তাআলার দীদার লাভ হবে। 

এক ইহুদীর কন্যার ঘটনা 
লমআনে ছুফিয়া নামক কিতাবে বর্ণিত আছে। একদা এক আল্লাহওয়ালা আলেম কোন এক মজলিসে بسم الله শরীফের ফযিলত সম্পর্কে বয়ান করেছিলেন। ঘটনা ক্রমে এক ইহুদী উযীরের কন্যা সে মজলিসে উপস্থিত ছিল। بسم الله শরীফের ফযীলতের কথা শুনে তার অন্তর অত্যন্ত প্রভাবিত হল। সে তৎক্ষণাৎ দ্বীন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। তার পর হতে সে অহরহ بسم الله শরীফের ওযীফা পড়তে লাগল। উঠতে-বসতে, চলতে-ফিরতে সকল কথায় بسم الله শরীফ পড়তে থাকল। কন্যার এ অবস্থা দেখে ইহুদী পিতা তার উপর খুব নারাজ হল।  কন্যার মুখে بسم الله শরীফের যিকির বাড়তে লাগল। নানা প্রকার শাসন নির্যাতন করার পরও কন্যাকে بسم الله শরীফের যিকির থেকে বিরত রাখতে না পেরে পিতা মনে মনে স্থির করল, কোন জঘন্য অপবাদ দিয়ে তার দায়ে তাকে মেরে ফেলবে। অন্যথায় কন্যার এই ধর্মান্তরের খবর জাতিবর্গ ও সমাজে কর্ণগোচর হলে পিতাকে লজ্জার সম্মুখীন হতে হবে। 

          কন্যার পিতা ছিল তৎকালের বাদশার উযীর। বাদশার সীল মোহর করার আংটি তার কাছেই থাকত। একদা সে ঐ সীল মোহর কন্যার হাতে সোপর্দ করল। কন্যা সেটা بسم الله বলে হাতে নিল। আবার بسم الله বলে নিজ জামার পকেটে রাখল। রাত্রিকালে কন্যার ঘুমন্ত অবস্থায় তার জামার পকেট হতে পিতা গোপনে তা বের করে নিয়ে পার্শ্ববর্তী নদীতে ফেলে দিল। পিতার ধারণা ছিল যে, পরদিন কন্যার কাছে ঐ সীল মোহর চাইলে সে যখন তা ফেরত দিতে অক্ষম হবে। তখন রাজকীয় সীল মোহর হারানোর অপরাধে তার মৃত্যু দণ্ড হবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে ? পরদিন প্রভাতে জেলেরা মাছ ধরতে নদীতে গেলে এক জেলের জালে বড় একটি মাছ ধরা পড়ল। সে ঐ মাছটি বাদশার উযীরকে হাদিয়া বা উপহার দিল। উযীর মাছটি এনে কন্যার হাতে দিয়ে তা রান্না করতে বলল। কন্যা তার স্বভাব অনুযায়ী بسم الله বলে মাছটি হাতে নিল। অতঃপর মাছটির পেট কেটে দেখতে পেল বাদশার সীল মোহর করার সেই আংটিটি। যা তার পকেট হতে গত রাতে তার পিতা তাকে বিপদে ফেলার উদ্দেশ্যে গোপনে নিয়ে নদীতে ফেলে দিয়েছিল। সে بسم الله বলে মাছের পেট হতে বের করে নিজ পকেটে রেখে দিল। খাবার রান্না করে যথা সময়ে পিতার সামনে হাজির করল। খাওয়া দাওয়ার পর রাজ দরবারে যাওয়ার সময় হলে পিতা কন্যার নিকট ঐ আংটিটি চাইল। কন্যা তৎক্ষণাত بسم الله বলে নিজের পকেটে হাত দিয়ে তা বের করে দিল। এই ঘটনা দেখে তার পিতা স্তম্ভিত হয়ে গেল। 
কবি বলেন ঃ-
تسميه موجب شود فضل خدا- تسميه مانع شود جور وجفا
  بسم الله   এমন একটি কালেমা যা আল্লাহর অনুগ্রহকে নিশ্চিত করে দেয়, এবং যুলুম ও নির্যাতন দমিয়ে রাখে। 

بسم الله   শরীফে ১৯ হরফের তাৎপর্য
  بسم الله   শরীফে ঊনিশটি হরফ রয়েছে। এরও গভীর তাৎপর্য রয়েছে। দিবারাত্রি ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামায পাঁচ ঘণ্টায়। বাকি থাকে ঊনিশ ঘণ্টা। এতেও যাতে তাঁর বান্দাদের ইবাদত শুন্য অবস্থায় না যায়, সে জন্য বাকি ঊনিশ ঘণ্টা সব কাজ بسم الله   দ্বারা আরম্ভ করা নির্দেশ দিয়েছেন।

      হাদীস শরীফে আছে بسم الله   শরীফে ঊনিশটি হরফ আছে। আর দোযখে আযাব প্রদানকারী ফেরেস্তাও ঊনিশ জন। যে ব্যক্তি সকাল সন্ধা ঊনিশ বার بسم الله   শরীফ পাঠ করবে, সে আযাব প্রদানকারী ঊনিশ জন ফেরেস্তার আযাব থেকে মুক্ত থাকবে। 

ফেরেস্তার কপালে بسم الله   শরীফ লিখে দেওয়া
       হাদীস শরীফে আছে, দোযখের প্রধান তত্বাবধায়ক মালেক নামক ফেরেস্তা নিজের অধিনস্ত কোন ফেরেস্তাকে দোযখের কোন বিভাগে আযাব দেয়ার জন্য পাঠালে তার কপালে بسم الله   শরীফ লিখে দেন। যাতে দোযখের আগুন হতে সম্পূর্ণ রূপে নিরাপদে থেকে দোযখের বিভিন্ন স্তরে চলাফেরা করতে পারে। 
سبحان الله   দোযখের দারোগা যখন তার অধিনস্ত ফেরেস্তার কপালে بسم الله  লিখে দিলে তিনি দোযখের আযাব বা আগুন হতে নিরাপদে থাকতে পারেন। যেখানে খোদ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ঐ পবিত্র বাক্য শিক্ষা দিয়েছেন। সেখানে মানুষ কি بسم الله   বরকতে দোযখ হতে নিরাপদ থাকবে না?

রোম সম্রাটের কাহিনী
      ছওলতে ফারুকী নামক কিতাবে আছে রোম সম্রাট কায়সার ইসলাম গ্রহণের পর একদা আমীরুল মু’মিনীন হযরত ওমর ফারুক রা. এর সমীপে আরজি পেশ করলেন যে, হুজুর আমার সব সময় মাথায় ভীষণ ব্যথা থাকে। টিকিৎসা অনেক করেছি, কিন্তু কোন কাজে আসে নাই। ভাল হচ্ছে না। সম্রাটের এই আরজনামা পেয়ে হযরত ওমর রা. একটি কালো টুপি সেলাই করে সম্রাটের মাথায় দেয়ার জন্য লোক মারফত তা পাঠিয়ে দিলেন। আমীরুল মু’মিনীনের তরফ হতে একটি টুপি আসছে। এ খবর শুনে তিনি নিজে সংবর্ধনা দেয়ার  ভক্তি ভরে সিংহাসন ছেড়ে এগিয়ে আসেন। পরম শ্রদ্ধার সাথে টুপিটি গ্রহণ করে মুকুটের মত স্বীয় মস্তকে পরিধান করলেন। আর তখনি তার দীর্ঘদিনের মাথা ব্যথা দুর হয়ে গেল। কিন্তু যখন টুপি খুলে রাখতেন তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত। এই অবস্থা দেখে বিস্মিত হয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক টুকরা জড়ানো কাগজ দেখতে পান। যার মাঝে بسم الله   শরীফ কথাটি লেখা ছিল। বুঝা গেল بسم الله   শরীফের বরকতে ব্যথা দুর হয়। 

সাত বার بسم الله   শরীফ পড়ে দম করা
       প্রত্যেক বার খানা খাওয়া বা খানা পাকানোর সময় بسم الله   শরীফ পড়ে খানার উপর দম করে যদি রান্না করা হয় বা খাওয়ানো হয়, তবে সন্তান সন্ততি রাগী হয় না। বরং যদি بسم الله   শরীফ পড়ে পানির উপর ফু দিয়ে এই পানি দ্বারা খাবার তৈরী করা হয় তবে ইন্শা আল্লাহ সারা ঘরে রহমতের ধারা বর্ষিত হবে। অর্থাৎ ঘরে শান্তি আসবে। 

         শায়খুল আরব অল আজম হযরত মাওলানা হাকীম মোহাম্মদ আখতার সাহেব দাঃ বাঃ বলেন, জিদ্দা থেকে আমার নিকট এই মর্মে একটি চিঠি এসেছিল যে, আমার ঘরে বেশীর ভাগ সময় ঝগড়া লেগে থাকে। স্বামী-স্ত্রী এবং সন্তান  প্রত্যেকের মধ্যে রাগ আর রাগ। কেউ থেকে কেউ কম নয়। আমি তাদের নিকট চিঠি লিখে পাঠিয়ে দিলাম যে, যখন তোমরা খানা খাওয়ার জন্য দস্তরখান বিছাবে তখন بسم الله   শরীফ সাতবার  পড়ে খানার উপর দম করে খানা খাওয়াবে এবং যতটুকু সম্ভব চলতে ফিরতে সকলেই ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহীমু,  বেশি বেশি পড়তে থাকবে। আর যার মেজাজের মধ্যে বেশি রাগ, তার জন্য ঠান্ডা পানির মধ্যে গ্লুকোজ, একটি লেবুর রস ও তিন চা চামচ ইউসুফগোলের ভুসি মিশিয়ে খাওয়াবে যাতে রক্তের গরম কমে যায়, এটা নিয়মিত পান করবে। এক মাস পর চিঠি আসল যে, আলহামদু লিল্লাহ্ ঘরের মধ্যে শান্তি এসে গেছে। 


এই কি মুসলিম নারী ! একটি মজার ঘটনা।

Monday, September 22, 2014

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, পুরুষ রূপধারণকারিণী মহিলার উপর আল্লাহর লা’নত। আজকে গোটা বিশ্বের দিকে তাকালে দেখা যায় যে, নারীরা নগ্নতা ও উলঙ্গপনাকে নিজেদের কৃষ্টি কালচারে পরিণত করে নিয়েছে। তারা নারীত্বের পোশাককে বর্জন করে পুরুষের পোশাক পরিধান করে চলছে। এর মাধ্যমে তারা নারী-পুরুষের সমান অধিকারের শ্লোগানকে গোটা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার এক জঘণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই কুপ্রভাবে আজ মুসলিম রমণীগণও আক্রান্ত। তাই দেখা যায় মুসলিম মহিলারাও নিজস্ব পোশাককে বর্জন করে পুরুষের পোশাক পরিধান করে চলছে। যার কারণে সে পুরুষ না মহিলা সেটা বুঝাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনি এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। 
         একবার দুইজন নারী শার্ট প্যান্ট পড়ে বাসে উঠল। তন্মধ্যে একজন মহিলা রক্ষিত আসনে একটি সিট খালি পেয়ে বসে পড়ল। অপর জন একজন পুরুষের পাশে গিয়ে বসে পড়ল। মজার ব্যাপার হল এই যে, দু’জনই যে মহিলা সেটা বুঝার কোন উপায় ছিল না। তাই পুরুষ বেশভূষার ঐ মহিলাকে মহিলার আসনে বসা দেখে যাত্রীরা চেঁচামেচি শুরু করে দিল। কিছুক্ষণ পরে ঐ বাসের একজন ভদ্রমহিলা উঠে মহিলার আসনে সিট না পেয়ে দাড়িয়ে থাকেন। তখন একজন যাত্রী রেগে ঐ পুরুষ বেশের নারীকে বলল, হ্যালো ভাই! আপনি পুরুষ হয়ে মহিলার আসনে বসে আছেন? আর এই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন! দয়া করে তাকে বসতে দিন। সাথে সাথে তার পাশের ছিটে বসা পুরুষ বেশের মহিলাটি বলে উঠল, হ্যালো ভাই! আপনি তো ভুল করেছেন ও তো আমার মেয়ে। লোকটি বিলম্ব না করে বলল, সরি আমাকে মাফ করবেন। আপনি যে তার বাবা হন সেটা আমি বুঝতে পারি নি। সাথে সাথে সে বলে উঠল আপনিতো আরও একটি ভুল করলেন। আমি কিন্তু বাবা নই, আমি হলাম ওর মা। লোকটি সাথে সাথে মাথা নিচু করে নিল। মনে মনে বলল হায়রে! এই কি মুসলিম নারী?
              তিক্ত হলেও ঘটনাটি সত্য। তাই সকল রমণীকে রাসূলের আদর্শ গ্রহণ করা উচিৎ। অভিভাবকদের দায়িত্ব হল পরিবারস্থ সকলকেই ইসলামী আদর্শ মানতে উৎসাহী করা। নইলে একে অন্যের রূপ ধারণ করার ফলে ঘরে-বাইরে অহরহ্ লা’নত বর্ষণ হতে থাকবে। আল্লাহ তাআলা  সকলকে অভিশপ্ত জীবন-যাপন করা থেকে হেফাযত  করুন। আমীন

গুনাহ বর্জনই আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম

Sunday, August 31, 2014



                 অসংখ্য শুকরিয়া মহান রাব্বুলআলামীনের দরবারে। লাখো কোটি দরূদ ও সালাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি। পাপ বর্জন মানব জীবনে অতীব জরুরি বিষয়। পাপের পরিণতিতে হাজারো নেকী অর্জন করার পর এক পলকে সমস্ত নেকী ধ্বংস হয়ে যায়। আওলিয়ায়ে কেরাম বলেন, এ ধ্বংস থেকে বাঁচার প্রধান উপায় মাত্র দু’টি ১. নযর হেফাজত করা। ২. যবান হেফাজত করা। এখানে প্রশ্ন জাগে যে, নযর ও যবান ছাড়াও তো অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ দ্বারা গুনাহ সংঘটিত হয়, কিন্তু পাপের ক্ষতি থেকে বাঁচার প্রধান উপায় দু’টি বলা হল কেন? প্রশ্নের সমাধান হচ্ছে, একজন মানুষ যদি এক মন ওজন বহন করতে পারে তবে তার দশ কেজি বহন করার ব্যাপারে কোন সংশয় থাকে না। অতএব, যে ব্যক্তি নযর ও যবান হেফাজত করতে পারবে সে সহজেই অন্যান্য পাপ থেকে বাঁচতে পারবে। কারণ বর্তমান যামানায় এ দু’টি গুনাহ বর্জন করা সবচেয়ে কঠিন। 

         লোকেরা ভাবে যে, নেক আমল করতে পারলেই সফলকাম হওয়া যাবে। তাই তারা নেক আমল করার প্রতি যত বেশি গুরুত্ব দেয় গুনাহ ছাড়ার প্রতি তত বেশি গুরুত্ব দেয় না। তাদের উদাহরণ এরকম যে, একটি চারা গাছের যদি শিকড় কেটে মাথায় পানিও ঢালা হয় তবে চারা গাছটি অচিরেই মারা যাবে। মাথায় পানি দেয়ার ফলে কোনই উপকার হবে না । সুতরাং চারা গাছে পানি ঢালার উপকার পেতে হলে গাছের মূল শিকড়কে হেফাজত করতে হবে। ঠিক তদ্রুপ কেউ যদি নেক আমল করার পাশাপাশি পাপ বর্জন না করে তবে ধীরে ধীরে তার ঈমান দুর্বল হয়ে নিঃশেষ হতে  থাকে। সুতরাং নেক আমলের দ্বারা ফায়দা পেতে হলে যাবতীয় পাপ বর্জনের মাধ্যমে ঈমানের চারা গাছটিকে বাঁচিয়ে রাখা জরুরি


প্রথম বিষয়ঃ  নযর হিফাযত
                    আল্লাহ পাক নযর হিফাযতের গুরুত্ব সম্পর্কে বলেছেন “হে নবী! আপনি মুমিনগণকে বলুন, তারা যেন তাদের নযর নিম্নগামী করে রাখে।”
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, لعن الله الناظروالمنظوراليه অর্থৎ- কুদৃষ্টিকারীর উপর ও যার উপর কুদৃষ্টি করা হয় তার উপর আল্লাহ তাআলার লা’নত। ঈমানদারগণ স্বভাবতই আউলিয়ায়ে কেরামের বদদোআকে ভয় করে। অতএব রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লামের বদদোআকে আরো বেশি ভয় করা উচিত। আর আল্লাহ রাব্বুল আলামীনের লা’নতকে তার চেয়ে বেশি ভয় করা উচিত। যদি তা করা হয় তবে কেউই কুদৃষ্টি করতে পারে না। 

                আউলিয়ায়ে কেরাম বলেন, কোন মহিলার দিকে তাকানো, তাদের সাথে কথা বলা, বোরকা ও ওড়নার দিকে তাকানো, পায়ের দিকে তাকানো, এমন কি জুতার দিকে তাকানোও একটা মরাত্মক ব্যাধি। কারণ এ তাকানোই তাকে কুপ্রবৃত্তির দিকে ধাবিত করে। যদি দূর থেকে অনুমান হয় যে, কোন মহিলা আসছে তখন উচিৎ নিচের দিকে তাকিয়ে থাকা, অন্যথায় অন্যদিকে তাকিয়ে থাকা। নতুবা চোখ বন্ধ রাখা। 
             একথা অতীব জরুরি যে, বর্তমান যামানায় দ্বীনদার মুত্তাক্বীগণের জন্য নারী ফেতনার চেয়ে দাড়ি-মোচ বিহীন সুশ্রী বালক তরুণদের ফেতনা অধিক মারাত্মক ও ধ্বংসাত্মক। কারণ হলো, তাদের সাথে পাপ কাজে লিপ্ত হওয়ার পথে বাহ্যিক বাধা কম। তাই শয়তান মানুষকে দ্রুত এ ফেতনায় লিপ্ত করে দেয়। আমরা জানি এ পাপের কারণে কওমে লূতের উপর খোদায়ী গযব নেমে এসেছিল যা পূর্বের কোন উম্মতের উপর আসে নি। 

                   এর কুফল সম্পর্কে হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মওলানা শাহ আশরাফ আলী থানবী র. বলেন, “গায়রে মাহরাম নারী ও সুদর্শন তরুণের সাথে যে কোন ধরণের সম্পর্ক রাখা যেমন, তাদের দিকে দৃষ্টি দেয়া, মনে আনন্দ লাভের জন্য তাদের সাথে কথা বলা, নির্জনে তাদের সাথে বসা, তাদের জন্য সাজ-গোজ করা ও মোলায়েম ভাষায় মিষ্টি সুরে কথা বলা হারাম। এ কুসম্পর্কের কারণে পাপীরা যেভাবে দোযখের আগুনে না মৃত না জীবিত থাকবে। সে ব্যক্তিও এরূপ এক আযাবের মধ্যে থাকবে। এ আযাবে তো সে দুনিয়াতেই পতিত হয়।  যার পরিণামে তার মন ছটফট করতে থাকে। অস্থিরতার আগুনে জ্বলতে থাকে। আরামের ঘুম হারাম হয়ে যায়। অবশেষে তাকে পাগলা গারদে ভর্তি করতে হয়। আজকাল পাগলা গারদের শতকরা নব্বই ভাগই কুপ্রেম, কুসম্পর্কের রোগী। 

            যদি কোন সুন্দর ও সুশ্রী চেহারার দিকে নযর পড়ে যায় তখন এই খেয়াল করা উচিৎ যে, এরা মরণশীল, পঁচনশীল। এদের লাশ পঁচে বিশ্রী বীভৎস হয়ে যাবে। এ প্রসঙ্গে মাসনবী শরীফে বিশ্ববিখ্যাত বুযুর্গ হযরত মাওলানা জালাল উদ্দীন রূমী র. বলেন, যখন তুমি মরে পঁচে গলে যাবে, তখন ঐ ব্যক্তিও তোমার দুর্গন্ধে নাক বন্ধ করবে যে তোমার রূপের উপর শতবার জান কোরবান করত। 


দ্বিতীয় বিষয় হলোঃ  যবান হিফাযত
                  এর গুরুত্ব সম্পর্কে কালামে পাকে অনেক আয়াত রয়েছে। যেমন- والذين هم عن اللغومعرضون সুরায় মুমিনের এ আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের একটি গুণ বর্ণনা করেছেন। তাহল মুমিনগণ অনর্থক কথা থেকে বেঁচে থাকে। অর্থাৎ- তারা মিথ্যা, ফাহেশা, অন্যায় কথা বলে না। এমন কি অনর্থক কথা থেকেও বেঁচে থাকে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম বলেন, عن سهل بن سعد رضي الله تعالي عنه قال قال رسول الله صلي الله عليه وسلم من يضمن لي مابين لحييه ومابين رجليه اضمن له الجنة (البخاري)  অর্থাৎ- যে ব্যক্তি আমার জন্য তার দু’চোয়ালের মধ্যবর্তী বস্তু (জিহ্বা) ও দুই উরুর মধ্যবর্তী স্থান (লজ্জাস্থান) এর নিরাপদ রাখার জিম্মাদার হবে, আমি তার জন্য বেহেশতের জিম্মাদার হব। তাই জান্নাত পেতে হলে আমাদেরকে উক্ত পাপগুলো থেকে বেঁচে থাকা উচিৎ। নিচে যবানের পাপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল। 

গীবত করা 
     আল্লাহ পাক বলেন, তোমাদের কেউ যেন অন্যের গীবত না করে। তোমদের কেউ কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করে ? (সূরা হুজরাত) সুতরাং, যেভাবে প্রত্যেক ব্যক্তি নিজ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া অপছন্দ করে  তেমনিভাবে গীবতকেও যেন অপছন্দ করে। কারণ এটাও মৃত ব্যক্তির গোস্ত খাওয়ার সমান। হাদীস শরীফে আছে, গীবতকারীর নেক আমল যার গীবত করা হয় তার আমলনামায় আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখে দেয়া হয় এবং যার গীবত করা হয়েছে তার পাপ গীবতকারীর আমলনামায় লেখা হয়। সধারণতঃ গীবত করা হয় শত্রুদের। নিজেদের নেকিগুলো শত্রুদেরকে দিয়ে তাদের গুনাহগুলো গ্রহণ করা নিছ্ক বোকামী ছাড়া কিছু নয়।  

মিথ্যা বলা
     হাদীস শরীফে আছে, الكذب ام الخطيئة  মিথ্যা সকল পাপের মূল। একটি গাছের মূল (শিকড়) মাটিতে প্রোথিত থাকলে যেভাবে সেই গাছ কা-, পত্র-পল্লবের জন্ম দেয়, ঠিক সেভাবে যার কলবে মিথ্যা বলার ব্যাধি গেঁথে আছে তার দ্বারাও প্রতিনিয়ত বহু পাপ সংঘঠিত হওয়াই স্বাভাবিক। মাওলায়ে করীম আমাদের সকলকে রূহের এ মরণ ব্যাধি থেকে হেফাজত করুন। আমীন

হারাম খাওয়া
      মানুষ যদিও মুখের দ্বারাই হারাম খাদ্য ভক্ষণ করে। কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে সার্বাঙ্গে। অতএব, এ পাপ মুখ নামক অঙ্গের সাথেই জড়িত না। এ সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত আছে, لايدخل الجنة جسد غذي بالحرام  অর্থ- হারাম ভক্ষণকারীর শরীর বেহেস্তে প্রবেশ করবে না। 

                     পরিশেষে বলা যায় যে, মানুষ যতই নেক আমল করুক না কেন তার পূর্ণ ফায়দা হবে না, যতক্ষণ না সে যাবতীয় পাপ বর্জন করবে। কারণ শিশির নিচে ছিদ্র থাকলে যেমন ঐ শিশিতে পানি জমা হয় না। অনুরূপ পাপ সংঘটিত হতে থাকলে ঐ ব্যক্তির আমলনামায় আমল জমা থাকে না। আর পাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল আউলিয়ায়ে কেরামের কোন একজনের হাতে নিজেকে সম্পূর্ণ সোপর্দ করে তাঁরই পরামর্শে জীবন যাপন করা। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ায়ে কেরামের হাতে সম্পূর্ণ সোপর্দ হয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার তাওফীক দান করুন। আমীন।

ইবাদত সুন্দর করার পদ্ধতি


    
           প্রত্যেক মুমিনের জন্য রব্বুল আলামীনের উদ্দেশ্যে ফরয, ওয়াজিব, সুন্নত ও কিছু নফল ইত্যাদি ইবাদত বন্দেগী করতে হয় এবং প্রত্যেকের অন্তর এটা অবশ্যই চায় যে, তার আমল আল্লাহ তাআলার নিকট কবুল হোক। হক্কানী, রব্বানী, সুবিজ্ঞ ও সুক্ষদর্শী উলামায়ে কেরাম কুরআন শরীফ ও হাদীস শরীফের আলোকে ইবাদত কবুল হওয়ার ৪টি বিষয় বর্ণনা করে থাকেন। এই সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করা হল। 

          ইবাদত বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে সম্পাদিত হয়। এর মধ্যে কিছু ইবাদত রয়েছে যা যবানের দ্বারা সম্পাদিত হয়। যেমন কুরআন মজীদ তেলাওয়াত করা, যিকির-আযকার করা, দোআ-কালাম ও দরূদ শরীফ পড়া। 

এ ধরণের আমল কবুল হতে ৪টি শর্ত রয়েছে। তা হচ্ছে -

১. ইবাদত শুরু করার পূর্বে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করা। 

২. ইবাদত চলাকালীন আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে খেয়াল রাখা। 
                         
                               ৩. সহীহ্ ও শুদ্ধভাবে করা। 

                              ৪. ধীরস্থিরভাবে করা অর্থৎ তাড়াহুড়া না করা। 


          
         আর কিছু ইবাদত রয়েছে যা তেলাওয়াত জাতীয় নয় অর্থাৎ যা করতে যবানে কিছু উচ্চারণ করতে হয় না। যেমনঃ পর্দা, রোযা, দান-সদকা এবং লোকের সাথে উত্তম ব্যবহার ইত্যাদি। এরূপ আমল কবুল হওয়ার ক্ষেত্রে প্রথম দুটি শর্ত প্রযোজ্য। 

               আবার কিছু ইবাদত রয়েছে যাতে যবান সহ অন্যান্য অঙ্গও ব্যবহৃত হয়। যেমন- নামায ও হজ্ব ইত্যাদি। এই সকল ইবাদতের ক্ষেত্রে উপরে উল্লেখিত ৪টি শর্তই প্রযোজ্য। 
প্রথম ও দ্বিতীয় শর্তের ফায়দা হচ্ছে তা পালন করলে রিয়া বা র্শিক (লোক দেখানো মনোভাব) ও অহঙ্কার থেকে বেঁচে থাকা যায়। আর রিয়া ও অহঙ্কার ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে সব চেয়ে বড় বাঁধা। 

      ৩য় শর্তও অতীব জরুরি। কেননা যে কোন ভাষারই একটি পঠনরীতি  থাকে। যার খেলাপ করলে ভাষার শ্রুতিকটু হয়। এমনকি অর্থ পাল্টে যেতে পারে। যেমন- বাংলা ভাষায় ‘বারি’ শব্দের অর্থ হল পানি। আর ‘বাড়ি’ অর্থ মানুষের বসবাসের স্থান। আরবীতে نصر  অর্থ  সাহায্য করা আর نسر অর্থ শকুন। উপরিউক্ত উদাহরণে অক্ষর ও উচ্চারণের ভিন্নতায় অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। কাজেই তেলাওয়াত ও দোআকালাম শুদ্ধ করা (কম পক্ষে শুদ্ধ করতে চেষ্টা করতে থাকা) একান্তই আবশ্যক। 
     ৪র্থ শর্ত আমল করলে বাকী তিন শর্ত সহজেই পালন করা সম্ভব অর্থাৎ ধীরে ধীরে তথা শান্তভাবে আমল করলে ইবাদত শুরুর পূর্বে আল্লাহ পাকের সন্তুষ্টির খেয়াল, ইবাদত চলাকালেও তার সন্তুষ্টির খেয়াল এবং ইবাদত শুদ্ধভাবে করা এ সকল শর্ত সহজেই পালিত হবে।


              আর যদি কোন আমল করতে ঐ শর্তগুলো সাধ্যানুযায়ী পালন করার চেষ্টা করা হয় তাহলে আল্লাহ পাকের দরবারে আমল মাকবুল হওয়ার প্রবল আশা করা যায়। হাদীস শরীফে বর্ণীত রয়েছে ঃ اخلص دينك يكفيك العمل القليل অর্থাৎ- তুমি তোমার দ্বীন (ইবাদত)কে খাঁটি কর, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। 
         উপরে বর্ণিত শর্তের পক্ষে কুরআন ও হাদীস শরীফে অনেক দলিল রয়েছে। নিম্নে তা সংক্ষেপে তুলে ধরা হল । প্রথম শর্তে বলা হয়েছে ইবাদত শুরুর পূর্বে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করা। এ প্রসংঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন,  وما امروا الا ليعبدواالله مخلصين له الدينঅর্থ- তাদেরকে এছাড়া কোন নির্দেশ দেয়া হয় নি যে, তারা একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। অর্থাৎ-  আল্লাহ তাআলার উদ্দেশ্যে তারা যে ইবাদতই করবে তা যেন খাঁটি হয়। আর খাঁটি নিয়ত ব্যতীত খাঁটি ইবাদত হয় না। সুতরাং এ আয়াতে ইবাদতের ক্ষেত্রে খাঁটি নিয়তের নির্দেশ দিয়েছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, انماالاعمال بالنيات   অর্থাৎ- আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। কাজেই প্রত্যেক ইবাদতের পূর্বেই আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করা আবশ্যক। দ্বিতীয় শর্তে বলা হয়েছে, ইবাদত চলাকালীন আল্লাহ পাকের দিকে ধ্যান রাখা। 

এ প্রসংঙ্গে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, 
ان تعبدالله كانك تراه فان لم تكن تراه فانه يراك
অর্থ- তুমি আল্লাহর ইবাদত এমনভাবে কর যে, তুমি যেন তাকে দেখছ। আর যদি তুমি তাকে দেখছ এ ধারণা করতে না পার তাহলে মনে এ ধারণা রাখবে যে, তিনি অবশ্যই তোমাকে দেখছেন। হাদীস শরীফের মাধ্যমে সুস্পষ্ট হল যে, ইবাদত চলাকালীন আল্লাহ পাকের খেয়াল রাখতে হবে। তৃতীয়  শর্তে বলা হয়েছে, ইবাদত সহীহ্ ও শুদ্ধভাবে করতে হবে। এ ব্যপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
رب قارئ للقرأن والقرأن يلعنه
অর্থ- কতিপয় কুরআন পাঠকের উপর কুরআন মজীদ লা’নত করে থাকে।  
অর্থাৎ- যারা ভুল তেলাওয়াত করে তাদের উপর কুরআন শরীফ লা’নত করে। কাজেই প্রত্যেক দোআ, দরূদ এবং তেলাওয়াত (তাজবীদ অনুযায়ী) শুদ্ধভাবে পাঠকরা জরুরি। 


                        চতুর্থ শর্তে বলা হয়েছে, ইবাদত ধীরস্থিরভাবে করা। এ কথা সকলের কাছে সুস্পষ্ট যে, যত সহজ কাজই হোক না কেন তা যদি কেউ তাড়াহুড়ার সাথে করে তাহলে  কম-বেশি ত্রুটি হবেই। আর যদি কোন কঠিন কাজও ধীরস্থিরভাবে করা হয় তাহলে তা নৈপূণ্যতার সাথে নির্ভুলভাবে হওয়ার আশা করা যায়। এ প্রসংঙ্গে আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফে ইরশাদ করেন,  ورتل القرأن ترتيلا  অর্থাৎ- আপনি ধীরস্থিরতার সাথে স্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করুন। আয়াতের উদ্দেশ্য এই যে, দ্রুত কুরআন তেলাওয়াত করবেন না বরং সহজভাবে এবং ধীরে ধীরে আয়াত শরীফ উচ্চরণ করবেন।অত্র আয়াতে ترتيل  এর শাব্দিক অর্থ হল, সহজ ও সঠিকভাবে বাক্য উচ্চারণ করা। 

                       হযরত হাসান বসরি র. থেকে বর্ণিত আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে কুরআনের একটি আয়াত পাঠের সময় ক্রন্দন করতে দেখে বলেছিলেন, আল্লাহ তাআলাورتل القرأن ترتيلا  আয়াত শরীফে যে, তারতীলের আদেশ করেছেন এটাই সেই তারতীল। (কুরতুবী)। এর মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে, যেহেতু কুরআন শরীফ তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কাজেই তোমরা যখন তেলাওয়াত কর তখন তা খুব মনোযোগের সাথে তেলাওয়াত করবে।

               উপরিউক্ত কুরআন ও হাদীস শরীফের বর্ণনায় একথাই প্রতীয়মান হয় যে, উল্লেখিত শর্তের কোন একটি ব্যতীত নেক আমল সুন্দর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে উল্লেখিত চারটি শর্তের আলোকে নেক আমল করার তাওফীক দান করুন। আমীন। 

সুন্নতের গুরুত্ব ও ফযীলত




                 সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে। দরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৃষ্টির শ্রেষ্ঠ মানব নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর মহান সাহাবীগণ এবং তাঁর পরিবারবর্গের উপর। প্রত্যেক ঈমানদার ব্যক্তি মাত্রই এ কথার উপর পূর্ণ বিশ্বাস রাখে যে, আল্লাহ তাআলার প্রতিটি হুকুম পালন করা এবং এর পাশাপাশি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের ইত্তিবা ব্যতীত ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির কোন উপায় নেই। কুরআনের সাথে সাথে সুন্নতের অনুসরণও জরুরি। শুধু রাসূলের অনুসরণই নয় বরং মুক্তির জন্য তার প্রতি শ্রদ্ধা এবং মহব্বত থাকাও আবশ্যক। 

                    অনুসরণ বলতে এমন অনুসরণই উদ্দেশ্য যা হবে শ্রদ্ধাবোধ ও ভালবাসার ফলশ্রুতি। অর্থাৎ- অন্তরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মহব্বত ও ভালবাসা এত অধিক পরিমাণে থাকতে হবে যার ফলে তাঁর অনুসরণে বাধ্য হতে হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকায় যা পালন করা হবে তা-ই আল্লাহ পাকের কাছে ইবাদত হিসেবে কবুল হবে। সুন্নত তরীকা ব্যতীত অন্য যে কোন পন্থায় ইবাদত পালন করা হউক না কেন তা প্রত্যাখ্যাত হবে। মানব জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ রেখে যান নি। 

            একটি কথা প্রচলিত আছে যে, যার সুন্নত ঠিক তার ওয়াজিবও ঠিক, যার ওয়াজিব ঠিক, তার ফরযও ঠিক। কিন্ত যার সুন্নত ঠিক থাকে না তার ওয়াজিবও ঠিক থাকে না। যার ওয়জিব ঠিক থাকে না তার ফরযও ঠিক থাকে না। আর সুন্নত হলো আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার সহজ মাধ্যম। যে কোন কাজে সুন্নত সম্মত তরীকার সীমারেখা অতিক্রম করাই বাড়াবাড়ি হিসেবে বিবেচনা করতে হবে। 

            নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রকার বেদআতকে কঠোর ভাবে প্রতিরোধ করেছেন। বুযুর্গানে দ্বীন নিজেদের অভিজ্ঞতার আলোকে বলেছেন, তিনটি সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার উপর আমল করতে পারলে অন্তরে নূর পয়দা হয়, যার বরকতে অন্যান্য সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নতের উপর আমল করার স্পৃহা জাগ্রত হয়।

১. আগে আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা। 
২. প্রত্যেক ভাল কাজ ও ভাল স্থানে ডান দিককে প্রাধান্য দেয়া। যেমন মসজিদে ও ঘরে প্রবেশ কালে ডান পা আগে রাখা। পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো। তাছাড়া তুলনায় প্রত্যেকটি নিম্নমানের কাজ এবং নিম্ন মানের স্থানে বাম দিককে প্রাধান্য দেয়া। যেমন বাথরুমে প্রবেশ কালে বাম পা আগে রাখা, বাম হাতে নাক পরিষ্কার করা, পোশাকের ভিতর হতে বাম হাত ও বাম পা আগে বের করা। 
৩. বেশি বেশি আল্লাহর যিকির করা।(সূরা আহযাব:৪১, কান্যুল উম্মাল ১:৪১৪)
যেমন- প্রতিদিন কুরআন থেকে কিছু পরিমাণ তেলাওয়াত করা বা অন্যের তেলাওয়াত শ্রবণ করা। (মেশকাত ১:১৯০)
     

                পাঁচ ওয়াক্ত নামাযের পর সুন্নত নামায থাকলে সুন্নতের পরে নতুবা ফরযের পরে ৩ বার ইস্তেগফার, একবার আয়াতুল কুরছী,একবার সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এবং তাছবীহে ফাতেমী অর্থাৎ- ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আল হামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া। (তিরমিযী ১:৯৪) 
                  উপরে উঠার সময় আল্লাহু আকবার, নীচে নামার সময় সুবাহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা-ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা এবং প্রত্যেক কাজে মাসনুন দোআ পড়া। (দারেকুতনী ২:২৩৩)
    

                      আল্লাহ তাআলার প্রতিটি হুকুমের এত্তেবা তো এ জন্যই করতে হবে যেহেতু তিনি আমাদের প্রভূ। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এত্তেবা এ জন্য জরুরি যেহেতু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় কথা ও কাজের মাধ্যমে আল্লাহর প্রতিটি হুকুম ও নির্দেশ বাস্তবায়ন করে দেখিয়েছেন। অতএব আল্লাহর প্রতিটি হুকুম বাস্তবায়নের জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণের বিকল্প নেই।

                     মূলত এ কারণেই কুরআনে কারীমের একাধিক স্থানে আল্লাহ রাব্বুল আলামীনের আনুগত্যের সাথে সাথে তাঁর রাসূলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন।  
  • قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم لله ويغفرلكم ذنوبكم والله غفور الرحيم- قل اطيعوا الله والرسول فان تولوا فان الله لا يحب الكفرين ْ 

অর্থাৎ-  আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবে এবং  তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। আপনি বলুন! আল্লাহ ও রাসূলের আনুগত্য কর। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালবাসেন না। (সূরায়ে আল ইমরান :৩১,৩২)

  •     অন্যত্র আল্লাহ পাক বলেন, واطيعوا الله ورسوله ان كنتم مؤمنين অর্থ- তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। (সূরা আনফাল:১)
  • আল্লাহ পাক আরো বলেন, 

ياايها الذين أمنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم            অর্থ ঃ তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য কর। আর নিজেদের আমল ধ্বংস করে দিও না। (সূরায়ে মুহাম্মদ:৩৩)
  • আল্লাহ পাক আরো বলেন,

ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
  অর্থ ঃ যে কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। (সূরায়ে আহযাব:৭১)
  •   রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنة
যে ব্যক্তি আমার সুন্নত ভালবাসে সে অবশ্যই আমাকে ভালবাসে। আর যে আমকে ভালবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। অতএব, যে কেউ হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত নিজ জীবনে বাস্তবায়ন করবে সে জান্নাতে তাঁর সাথেই থাকবে। 
  • হাদীস শরীফে আরো বর্ণীত হয়েছে,

                                                  المرء مع من احب       
যে যাকে মুহাব্বত করবে সে তার সাথে থাকবে। 
আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তাআলা স্বীয় ভালবাসার মাপকাঠি বলে দিয়েছেন। কেউ যদি পরম প্রভূর ভালবাসার দাবী করে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের অনুসরণের কষ্টি পাথরে তা যাছাই করে দেখা উচিত। 

  •      রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

من احيي سنتي عند فساد امتي فله اجر مأة شهيد
আমার উম্মতের ফাসাদের সময় যে আমার সুন্নত যিন্দা করবে তার জন্য রয়েছে একশত শহীদের সওয়াব। এখানে সুন্নতের অর্থ একটি সুন্নত যিন্দা করলেও শত শহীদের সওয়াব তাতে কোন সন্দেহ নাই। বর্তমানে অমুসলিমদের পক্ষ থেকে সুন্নত মুছে‎‎ দেয়ার যে গভীর ষড়যন্ত্র চালানো  হচ্ছে তার মোকাবেলায় কেউ যদি ঢাল হয়ে দাড়ায় এবং  জানবাজী রেখে লড়াই করে যায় তাহলে তার জন্য উপরে হাদীসে সুসংবাদ বর্ণিত হয়েছে।
  • রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদীসে বলেন,

من رغب عن سنتي فليس مني
যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ থাকবে সে আমার দলভুক্ত নয়। সুন্নত যার থেকে বিদায় নিবে তার মধ্যে অবশ্যই বিদআত দেখা দিবে। 

         সুন্নতের গুরুত্ব যে কতটুকু তা উপরে উল্লেখিত হাদীস শরীফ দ্বারা সহজেই অনুমান করা যায়। সুন্নত মানব জীবনের সফলতার জন্য একটি সহায়ক। যার জীবন সুন্নত তরীকা অনুযায়ী যততুটু সাজানো তার জীবনও তত আরামদায়ক জীবন এবং উন্নত । যে ব্যক্তি দুনিয়াতে আরামের যিন্দিগী  তালাশ করে তার জন্য সুন্নত আকড়ে ধরা উচিত। সুন্নত ব্যতীত আরামের যিন্দেগী তালাশ করা বোকামী ছাড়া কিছু নয়। আল্লাহ পাক যাদের মঙ্গল ও কল্যাণ চান তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান এবং সুন্নত তরীকা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবনের সর্বক্ষেত্রে তাঁর বন্ধুর তরীকায় চলার তৌফিক এনায়েত করুন। আমীন।

রাসূলুল্লাহর (সাঃ)-এর অনুসরণ করা উম্মতের উপর ফরয


       হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন উম্মতের আদর্শ ও দ্বীনের মাপকাঠি। এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির প্রত্যাশীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। (সূরা আহযাব :২১) 

     রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণই হচ্ছে দ্বীনের আনুগত্য এবং সেটাই মহান আল্লাহর ইবাদত ও বন্দেগী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণের মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আনুগত্য করবে তিনি তাকে বেহেস্তে প্রবেশ করাবেন। যার তলদেশে নহর প্রবাহিত হয়। তারা সেখানে চিরকাল থাকবে। এ হলো মহাসাফল্য। (সূরা নিসা-১৩) 

       মহান আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন,
قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفرلكم ذنوبكم والله غفورالرحيم                                          
অর্থাৎ- আপনি বলে দিন। যদি তোমরা প্রকৃতই আল্লাহর প্রতি ভালবাসা পোষণ কর, তবে আমার অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমদেরকে ভাল বাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। (সূরা আল ইমরান :৩১)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শের বিরোধিতা করা কুফরী। এর ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ পাক বলেন “যারা তার (রাসূলের) আদর্শের বিরোধিতা করবে তাদের ভয় করা উচিত যে, তাদের উপর বিপর্যয় আপতিত হবে অথবা যন্ত্রনাদায়ক আযাব তাদেরকে গ্রাস করবে। (সূরা নূর, আয়াত :৬৩) 

             রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকার অনুসরণ না করলে প্রকারান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করা হয় না। এ বিষয়টি উম্মতের বুঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র জবানে স্পষ্ট করে দিয়ে বলেছেন, 
كل امة يدخلون الجنة الامن ابي قيل ومن ابي يا رسول الله قال من اطاعني دخل الجنة ومن عصاني فقدابي-
অর্থাৎ- আমার উম্মতের সকল লোকই জান্নাতি হবে অস্বীকারকারী ব্যতীত।
জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ! কে অস্বীকারকারী? উত্তরে তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার নাফরমানি করবে সে অস্বীকারকারী। (বুখারী শরীফ)

        বলার অপেক্ষা রাখে না যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসরণ করার অর্থ  তার আদর্শ গ্রহণ, পালন ও রক্ষা করা। তার ব্যাক্তিগত ও ধর্মীয় জীবন যেমন আমাদের জন্য আদর্শ, তেমনি তার পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, রাজনৈতিক তথা সমগ্র জীবন আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরাম রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করে ধন্য হয়েছেন। আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করি তাহলে আমরাও ধন্য হতে পারব। 

       দুঃখের বিষয় আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমগ্র আদর্শকে গ্রহণ না করে নিজেদের সুযোগ-সুবিধা, প্রয়োজন, আর মর্জি মাফিক তার আংশিক আদর্শকে মেনে চলছি। কতিপয় সুন্নাতের অনুসরণ করে বাকি সুন্নাতকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খাঁটি উম্মতের দাবিদার মনে করছি। আর এর উপর শাফায়াতের আশা করছি। 

      দ্বীনের কিছু আদেশ-নিষেধ মেনে ও কিছু বর্জন করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু অনুসরণ করে এবং তার কিছু সুন্নাতকে ছেড়ে দিয়ে কি আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি পাওয়া যাবে ? কারণ আল্লাহ তাআলার ঘোষণা, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর আর কিছু অংশ অবিশ্বাস- অমান্য কর ? যারা এরূপ করবে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোন গত্যন্তর নেই। আর কিয়ামতের দিন তাদেরকে কঠোর শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে বেখবর নন। (সূরা বাকার :৮৫)

     কাজেই আসুন, রাসূল প্রেমিক হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার সুখ-শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতিটি সুন্নাত ও আদর্শ পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করি। আর সকল স্তরের মুসলমানকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করি। আমীন।  

 

NameSilo Coupon Code "discount1$foryou"

like

like
like